যশোরের কেশবপুরে বিষধর সাপের কামড়ে ইজাহার আলী গাজী (৭৫) নামে এক কৃষক মারা গেছেন। সোমবার ভোরে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালী গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত ইফাজতুল্যা গাজীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ইজাহার আলী গাজী বসত ঘরে বারান্দায় ঘুমিয়ে ছিলেন।
সোমবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি বাইরে যান। সেখান থেকে ফিরে বারান্দায় উঠলে তার পায়ে বিষধর গোখরা সাপে কামড়ে দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন এসে দেখতে পায় বৃদ্ধের পাশে একটি গোখরো সাপ রয়েছে। তাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কৃষক ইজাহার আলী গাজীর ছেলে আদর আলী বলেন, খুলনায় নেওয়ার পথে তার বাবা মারা যান। এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহসানুল মিজান রুমি বলেন, ইজাহার আলী গাজীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।