বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৮ সেপ্টেম্বার) সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমি অফিস ও ভবন উদ্বোধণ করেন। সারা দেশের ন্যায় ফরিদপুরের সালথা উপজেলা ভূমি অফিস ও গট্টি ইউনিয়ন ভূমি অফিস এবং নব-নির্মিত ভবনের উদ্বোধণ করা হয়।

উদ্বোধণ উপলক্ষে সালথা উপজেলা ভূমি অফিসে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান প্রমুখ।