নিহতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার গাড়ীশাপাড়া গ্রামের মুজিবের রহমানের মেয়ে মাহমুদা আক্তার মিশু (২৫) এবং রায়গঞ্জ উপজেলার ধামাইনগর গ্রামের আবুল হোসেনের ছেলে মকবুল হোসেন (৫০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, শনিবার সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে দত্তকুশা এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় ঘটনাস্থলেই মারা যান মাহমুদা আক্তার মিশু। তিনি এনডিপি এনজিও এর ঘুড়কা শাখায় কর্মরত ছিলেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, হাটিকুমরুল-নাটোর মহাসড়কের নাঈমুড়ী রুয়াপাড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক চালকের সহকারী মকবুল হোসেন গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ওসি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি থানায় রাখা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।