জি এম টিপু সুলতান:  যশোরের মনিরামপুর উপজেলা প্রশাসন ও প্রকল্প পরিচালকের কার্যালয় বিভাগীয় সমবায় দপ্তর খুলনার আয়োজনে ৩ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় দূগ্ধ ও মাংস উৎপাদন প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠান হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি সুবিধাভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন। এসময় আরও উপস্হিত ছিলেন মোঃ মশিউর রহমান এনডিসি সচিব পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, ড. মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস নিবন্ধক ও মহাপরিচালক সমবায় অধিদপ্তর, কাজী মাহমুদুল হাসান মেয়র মনিরামপুর পৌরসভা, সৈয়দ জাকির হাসান মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তমিজুল ইসলাম খান,জেলা প্রশাসক যশোর।