ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সারাদেশের ন্যায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আনসার-ভিডিপির সদস্যদের ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

“মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এ প্রতিপাদ্যে বুধবার (২২ জুন) সকাল ১০.৩০ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদক জানান, বঙ্গবন্ধু‘র জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস এর দিক নির্দেশনায় ঈশ্বরগঞ্জে আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্য সদস্যাদের ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সুচনা লগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মানব কল্যানকর, উন্নয়নমূলক এবং জনহিতকর বিভিন্ন কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আনসার-ভিডিপির সদস্যদের মাধ্যমে ঈশ্বরগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামে কমপক্ষে দুটি করে বাহিনীর নিজস্ব জায়গায়, ক্লাব, সমিতি ও সরকারি রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এছাড়া উপজেলা কম্পাউন্ড ও পার্শবর্তী পতিত জমিতে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন আনসার-ভিডিপির কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা সহ বিভিন্ন ইউনিয়নের আনসার-ভিডিপি দলনেতা, দলনেত্রী, উপজেলা কোম্পানী কমান্ডার ও ইউনিয়ন আনসার কমান্ডারগণ উপস্থিত ছিলেন।