বগুড়া প্রতিনিধি: ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন “নর্থবেঙ্গল জোনাল কমিটির” পক্ষ থেকে মশারি ও মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬শে মার্চ) সকাল ৯টায় বগুড়ার ৭মাথায় উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আসক নর্থবেঙ্গল জোনাল কমিটির কেন্দ্রীয় কমিউনিকেশন ডাইরেক্টর ও নর্থ বেঙ্গল জোনাল কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার তৌহিদুৎ জামান (লিখন)।
এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি এবং বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান রাজ। আরো উপস্থিত ছিলেন, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন নর্থবেঙ্গল জোনাল কমিটির সিনিয়র সহ-সভাপতি আ স ম ওয়াসিক বিল্লাহ, সহ-সভাপতি মতিয়ুর রহমান মানিক, জাবেদ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার কবির সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান কবির জিতু, মজনু আহমেদ, প্রিন্স মাহবুব সাঈদি, সাংগঠনিক আবু সাঈদ, সম্পাদক রেজাউল কারীম, তানসেন আজম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক সৈয়দ শাহ্ নেওয়াজ শাওন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ শামীমা আক্তার জলি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। পরিশেষে “আসক” নর্থবেঙ্গল জোনাল কমিটির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুৎ জামান লিখন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার কবীর সুমনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।