মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: ২৩ জানুয়ারি ২০২২ খ্রিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নিজাম উদ্দিন সাচ্চু সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) ।
গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সান্তাহার পৌর শহরের নামা পৌওতা এলাকায় ওয়াকসপ মসজিদের সামনে দুই মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় এতে ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয় নিজাম উদ্দিন। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য আদমদীঘি সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার(২২ জানুয়ারি) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায় রবিবার রাতে চিকিৎসক মৃত ঘোষণা করলে ওই রাতে নিজ বাড়ী সান্তাহারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এবং রবিবার জোহরের নামাজের পর সান্তাহার বি’পি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।