শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধিঃ
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় , সোমবার সকালে পাইকগাছার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটী গ্রামের সোহেল গাজী ও তার স্ত্রী দুই জনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। স্বামী সোহেল বাড়িতে না থাকার সুযোগে অভিমান করে স্ত্রী তানিয়া বেগম (২২) ঘরের আঁড়ার সাথে শাড়ি পেচিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী পার্শ্ববর্তী হরিঢালী ক্যাম্প পুলিশকে খবর দিলে পুলিশ ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওসি তদন্ত স্বপন রায় জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে জানাযাবে। এ বিষয়ে পাইকগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।