মোঃহিরু মিয়া,ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত। আসন্ন ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে,মঙ্গল বার বিকালে হলিধানী বাজারে এ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বিশেষ অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আনিছুর রহমান খোকা,জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন,জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সালমা ইয়াসমিন।জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনজুর পারভেজ ।জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ।জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক উজ্জ্বল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আশরাফুল ইসলাম।জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক উজ্জ্বল। থানা সেচ্ছা সেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলী আকবর। কৃষক লীগের সাধারন সম্পাদক স্বপন,যুবলীগের যুগ্ন আহবায়ক আলমগীর,যুগ্ন আহবায়ক পারভেজ,শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মসলেমসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাশেম।