বগুড়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ১০ নারীসহ ১৭ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (৭ জানুয়ারি) রাতে মাটিডালীর ড্রিমল্যান্ড আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আজ শনিবার (৮ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার এসআই সোহেল রানা।

আটককৃতরা হলেন- ফারুক মিয়া(৩০), সুজন(২৩), তরিকুল ইসলাম(২৪), রাকিব হাসান(২২), সজল আহাম্মদ(২৪), রায়হান(২৫), রাকিবুর রহমান(৩০),

লিমা(৩০), মুসলেমা(২০), শিখা(২৫), আলো(২২), সাদিয়া(২১), সালমা(১৯), শাহানা(২৯), আখতার বানু(১৯), প্রিয়া(২২) এবং আয়শা(২২)।