নাসিম আক্তার, বেনাপোল প্রতিনিধি: আজ বুধবার (২৭ অক্টোবর)সকাল সাড়ে  ১০ টার দিকে  বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
বেনাপোল স্থলবন্দর দিয়ে সকাল ১০.৩০ মিনিটের দিকে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা ভারত-বাংলাদেশ নো-ম্যান্সল্যান্ডে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।
প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া গুলো হস্তান্তরের সময় বাংলাদেশে সেনাবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল মাজহার, এবং ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মৌনমিথ সিং সবরওয়াল।
বাংলাদেশ বর্ডার গার্ডের এডি সেলিম জানায়,ঘোড়া হস্তান্তরের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ঘোড়াগুলো বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর কয়েকটি ট্রাকে করে সাভারে নিয়ে যাওয়া হবে।