নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ
২৫শে মার্চ কালো রাত কে গণহত্যা দিবস ঘোষণা ও গণহত্যার অপরাধ স্বীকার করে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করার দাবিতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক শুভ আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার (২৫শে মার্চ) বিকাল ৩টায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব, পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদক দুলাল হোসেন, ছাত্রলীগ নেতা কৌশিক, রাব্বি, আকাশ, রবিউল, নূরনবী, জাহিদ, সোহান, সজীব, মিশকাত, রাকিব,মোমিন, ইমরান, কাউসার, স্বপ্নীল, রুহিদাস প্রমূখ।