আজম খান, বাঘারপাড়া (যশোর) : জনগনের দ্বারে দ্বারে সেবা দিয়ে বিশেষ অবদান রাখায় যশোরের বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন স্বাস্থ্য সহকারি ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারকে পুরষ্কৃত করা হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের সিভিল সার্জন ড. বিপ্লব কান্তি বিশ্বাস তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।
এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সহকারী সিভিল সার্জন নাজমুস সাদিক। উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ড. মোস্তাক আহমেদ, ড. চিন্ময় মিত্র, স্যানিটারি ইন্সপেক্টর মনিরা খাতুন। প্রসঙ্গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যারা ভালো কাজ করেছেন তাদেরকে এ পুরস্কার প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।