নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের কালাই উপজেলার বাঁশের ব্রীজ এলাকায় যাত্রীবাহী বাস-ট্রাক্টও সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ১৪ জন যাত্রী আহত হয়েছেন।সোমবার রাত সাড়ে ১০ টার পর জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের পুনট বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে ঢাকা যাচ্ছিল দূরপাল্লার বাস আহাদ পরিবহন। জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়ক পুনট বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের বগির সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানিয়েছেন, বাসটি খাদে পড়ে গেলে ১৪ জন আহত হয়েছেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করিয়ে দেন। এদেও মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।