শেখ মোস্তফা কামাল কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বন্ধু ব্লাড ব্যাংক এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে নানা আয়োজনের মধ্যে পৌরশহরের বালিয়াডাঙ্গা শিক্ষক পাড়া মাঠ প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেশবপুর বন্ধু ব্লাড ব্যাংকের সভাপতি এস কে সুমন হোসেন সম্রাট সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে সৈয়দ ফয়সাল হাসান রিফাত এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝর্ণা।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কেশবপুর ব্লাড  বাংকের সাধারণ সম্পাদক মোঃ আল শাহারিয়ার, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সদস্য সোয়াইব আক্তার, মোঃ মোশারফ হোসেন।
অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন বালিয়াডাঙ্গা মোড়লপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ব্লাড বাংকের সদস্যদের মাঝে গেঞ্জি ও দুপুরের খাবার বিতরণ করা হয়।
উপজেলাসহ উপজেলার বাহিরে যেকোন অসুস্থ ব্যক্তির রক্তের প্রয়োজনে সেচ্ছায় রক্তদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর জন্য ব্লাড বাংকের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু।
উল্লেখ্য, ২০২১ সালের ১ ডিসেম্বর “প্রাণের টানে রক্ত দিতে দৌড়ে বেড়াই যারা, কোন সন্দেহ নাই আদর্শ মা-বাবার সন্তান তারা”এই শ্লোগানকে সামনে রেখে ২১ বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মাধ্যমে কেশবপুর ব্লাড বাংকের প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা হওয়ায় পর থেকে কেশবপুর উপজেলার অসংখ্য অসুস্থ ব্যক্তির রক্তের প্রয়োজনে সেচ্ছায় বন্ধু ব্লাড ব্যাংকের সদস্যরা প্রাণের টানে রক্তদান করে আসছেন। শুধু তাই নয়! এমনকি নিজেদের উপজেলাসহ দেশের বিভিন্ন উপজেলার অসুস্থ ব্যক্তিদের রক্তের জন্য পরিবারের লোকজন তাদের সাথে যোগাযোগ করলে সেখানেই গিয়ে রক্তদান করে আসছে কেশবপুর বন্ধু ব্লাড বাংকের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী মোড়ল, কেশবপুর ব্লাড বাংকের সহ-সভাপতি মোঃ মারুফ হাসান, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক নিরব হাসান মুন্না, প্রচার সম্পাদক মোঃ গোলাম রসুল, অর্থ বিষয়ক সুমন হোসেন, দপ্তর সম্পাদক মারুফ বিশ্বাস, সদস্য আল হেলাল ঈশান, নাজমুল গাজী, জাকারিয়া রিয়াদ, মোঃ রাব্বি, তরিকুল ইসলাম, ফয়সাল হোসেন, অয়ন দাস, রাকিব হাসান, সজীব, মিজানুর রহমান, বুলবুল আহমেদ সহ ব্লাড বাংকের সদস্যবৃন্দ।