তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিষপানে দুইজন ও পানিতে পড়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২১ আগস্ট) উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডবিলা গ্রামে রাজু (১৬), চতুল ইউনিয়নের বাইখির গ্রামে সজিব মোল্যা (২৫) বিষপান করে আত্মহত্যা করে ও রুপাপাত ইউনিয়নের তেতুলিয়া গ্রামের তাস (৩) পানিতে পড়ে মারা যায়।

জানা যায়, গত রবিবার সকালে তেতুলিয়া গ্রামের তাস বাড়ির পাশের একটি খাদে পড়ে যায়। বাড়ির লোকজন দুপুরে খোঁজ করলে দেখে খাদের পানিতে মরে ভেসে রয়েছে শিশুটি। তাস তেতুলিয়া গ্রামের ফারুক মোল্যার ছেলে।

এদিকে ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামে ৯ম শ্রেণীর ছাত্র রাজু (১৬) পিকনিকের টাকা না পেয়ে বাবা মার সাথে অভিমান করে বিষপান করে আত্মহত্যা করে। রাজু চন্ডিবিলা গ্রামের কোবাদ মোল্যার ছেলে। পরিবার ও এলাকা সূত্রে জানা যায়, স্কুল থেকে পিকনিকের জন্য ২ হাজার টাকা চাঁদা ধরে রাজুকে। শনিবার রাজু তার বাবা মার কাছে পিকনিকের জন্য ২ হাজার টাকা চায়।

পিকনিকের টাকা না দেওয়ায় সে বিষপান করে। পরের দিন রোববার সকালে অসুস্থ অবস্থায় তার রুম থেকে ওই স্কুল ছাত্রকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজে নিয়ে যায় তার পরিবার। সেখানে বেশি অসুস্থ হয়ে পড়লে বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাজবাড়ি মোড়ে মোড়ে পৌছালে সে মারা যায়।

অপরদিকে চতুল ইউনিয়নের বাইখির গ্রামে পরিবারের সাথে কলহের জের ধরে সজিব মোল্যা (২৫) নামের এক যুবক বিষপান করে অসুস্থ হয়ে চিকিৎসারত অবস্থায় মারা যায়। সজিব মোল্যা বোয়ালমারীতে রবি সিম কম্পানির এসআর হিসেবে কাজ করতো। তাঁর দুই ছেলে । তাঁর সহকর্মী ইমরান হোসেন বলেন, ১৮ আগস্ট রাতে সজিব মোল্যা পরিবারের সাথে কলহের জের ধরে ঘরে থাকা ঘাস মারা ওষুধ পান করে।

তাকে পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাধারণ চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরন করেন।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতে ঢাকা নেয়ার পথে মারা যায়। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিষপান করে মারা যাওয়ার ঘটনায় পরিবাবের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করা হয়নি।