ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা উত্তর তালগাছিয়া গ্রামে, শুক্রবার বিকাল ৩.০০ টায় জমিজমা নিয়ে বিরোধেদের জেরে দুই পক্ষের মারামারির ঘটনায় আহত ৪ আহতরা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে । আমুয়া চালতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালেয়ের প্রাধান শিক্ষক শফিকুল আলম ও তার স্ত্রী তানিয়া বেগম কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমুয়ায় চিকিৎসাধীন রয়েছে। হেলাল এবং আসলাম গুরুতর আহত অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হেলালের ভাতিজা সাদ্দাম জানান, আমাদের জমি শফিক মাস্টার জোরপূর্বক দখল করতে আসলে, আমার চাচা সাদ্দাম বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজরে দাও দিয়ে কোপ মারে। এতে আমার চাচা গুরুতর আহত হয়। আমরা খবর পেয়ে চাচাকে তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করাই। এখন সে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসার পরে আইনের শরণাপন্ন হবো।
শফিকুল আলম জানান, আমার পৈত্রিক সম্পত্তি বিগত কয়েক বছর ধরে আমরা ভোগ দখল করে আসছি। আমার জমিতে কাঁটাতারের বেড়া ছিল। দুর্বৃত্ত বেড়া টেনে ছিড়ে ফেলে। তখন বাধা দিলে হেলাল, আসলাম, সাদ্দাম সহ আরো অপরিচিত ৩/৪ জন আমার স্ত্রী তানিয়া ও আমার ছেলের উপর হামলা করে। দাও দিয়ে আমার স্ত্রীর মাথায় আঘাত করে,  আমার আমি ধরতে গেলে আমার পায়ে দাও দিয়ে কোপ মারে।
এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মুরাদ আলী জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।