মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বান্দরবান পার্বত্য জেলায় তৃতীয় পর্যায়ের (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করেছে বান্দরবান জেলা প্রশাসক।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমনি পারভীন তিবরীজি।
জেলা প্রশাসক জানিয়েছেন, আগামী ২১ জুলাই বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন । উদ্বোধনের বান্দরবান জেলায় গৃহ নির্মাণের তৃতীয় পর্যায়ের (২য় ধাপ) ৫টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে বান্দরবান সদর উপজেলায়- ১০টি, লামায়-৩৬টি, আলীকদমের-৫টি, রুমায়-১৪টি ও রোয়াংছড়ি উপজেলায় ৯টিসহ মোট ৭৪টি হস্তান্তর করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, সমতল আর পাহাড়ের পাদদেশে জায়গায় ভূ-পৃষ্ট ভিন্ন পরিলক্ষিত। পাহাড়ে উঁচুতে ঝুকিঁপূর্ণ বসবাসকারীরা সেই জায়গা উপর যদি কেউ ঘর নির্মাণ করতে চাই, সেক্ষেত্রে তাদেরকে আমরা নিরুসাহিত করে থাকি। কারণ পাহাড়ের উচুঁতে ঘর নির্মাণ করা হলেই যেকোন মুহূর্তে পাহাড় ধবসে পড়ে মৃত্যহানী ঘটনা ঘটতে পারে।তাই সববিছু বিবেচনা করে প্রশাসন পক্ষ থেকে পাহাড় হলেও ঝুঁকিমুক্ত এলাকায় ঘর নির্মাণের ব্যবস্থা গ্রহন করে থাকি।
জেলা প্রশাসনের তথ্যনুযায়ী, পার্বত্য জেলায় বান্দরবানের হালনাগাকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারে সংখ্যা রয়েছে ৩ হাজার ১শত ২৫টি। তার মধ্যে ১ম পর্যায়ের প্রধানমন্ত্রী ঘর পেয়েছেন ২ হাজার ১ শত ৩৪টি, ২য় পর্যায়ের ৫ শত ৬৪টি ও ৩য় পর্যায়ের (১ম ধাপ) ২শত ৫ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ঘর প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক পরিবারের জন্য ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানের কার্যক্রম রয়েছে প্রক্রিয়াধীন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ম্যাজিষ্ট্রেট রাজিব বিশ্বাস,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনারুল হক, আরো গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।