মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা আশাশুনিতে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় নাগরিনক উদ্যোগ এ মতবিনিময় সভার আয়োজন করে। আজ বুধবার ২রা আগষ্ট বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপকারভোগি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও জন প্রতিনিধিদের অংশগ্রহণে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় সমন্বয়কারী রহিদুল ইসলামের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, প্রেসক্লাব সভাপতি এসএম আহসান হাবিব, মৎস্য দপ্তরের ফিল্ড এাসিস্ট্যান্ড উজ্জ্বল কুমার অধিকারী, সমাজ সেবা অফিসের ফিল্ড সুপারভাইজার, মহিলা অধিদপ্তরের ট্রেইনার শারমীন চৌধুরী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকী,নাগরিক উদ্যোগের জেলা ভলান্টিয়ার দুলাল দাশ, উপজেলা এডভোকেসী কমিটির সদস্য ছালেহা পারভিন, উপকারভোগি হাজরা দাশ ও সানি দাশ প্রমুখ আলোচনা রাখেন।

সভায় অবহেলিত জনগোষ্ঠীকে উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভূক্তিতে করনীয়তা নিয়ে আলোচনা ও বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করা হয়।