হাবিবুর রহমান,চিলমারী(কুড়িগ্রাম)প্রতি নিধিঃ কুড়িগ্রামে চিলমারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার-২০২২ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলা হল রুমে, উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম, ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর নুরুজ্জামান আজাদ জামান, চিলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম প্রমূখসহ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী ৯ নভেম্বর বুধবার সকাল থেকে দিনব্যাপী এ মেলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।