আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে, বাইপাস সড়ক ও নিরাপদ সড়কের দাবিতে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার উদ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় নিমতলা মোড়ে ‘‘নিরাপদ সড়ক চাই’’ ব্যানারে এই মানববন্ধনে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি সাংবাদিক খাজানুর হায়দার লিমন, সাধারণ সম্পাদক মোঃ মানিক মন্ডল, ফুলবাড়ী মটর পরিবহন শ্রমিক ইউনিয়ানের নেতা মোঃ মন্তাজ আলী চৌধুরী, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সদস্য মোঃ হামিদুল ইসলাম, আল আমিন বিন আমজাদ প্রমূখ।
মানববন্ধন শেষে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে, বাইপাস সড়ক ও নিরাপদ সড়কের দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।