আগামী ১৫ আগষ্ট-২০২২ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭’তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করার লক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সন্ধায় সংগঠনের উপজেলা শাখা কার্যালয়ে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল সভাপতিত্ব করেন।

সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ, যুগ্ন-সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম,

অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রায়হান, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, নারী ও শিশু বিষয়ক সহ-সম্পাদক তাহমিনা খাতুন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য মিলন হোসেন প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ­­­১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে স্বপরিবারে নিহত হন। সেদিন রাতে বঙ্গবন্ধুর সাথে নিহত হন তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু পুত্র শেখ রাসেল, পুত্রবধু সুলতানা কামাল ও রোজী কামাল,

ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি। বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসেন কর্নেল জামিল উদ্দীন নিহত হন। দেশের বাইরে থাকায় বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বাংলার ইতিহাসের এক কলঙ্কিত বর্বরোচিত অধ্যায়।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসটি যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করার লক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি’র নেতৃবৃন্দের আলোচনা সভার মাধ্যমে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

নানা কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথেই সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন। দুপুরে বঙ্গবন্ধু’র স্বপরিবার ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও আলোচনা সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষ রোপণ এবং এতিম অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হবে।