নওগাঁ প্রতিনিধি: বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে নওগাঁয় র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিভিলসার্জনের অফিস চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।পরে জলাতঙ্ক : আর মৃত্যু নয়, সবার সাথে সমন্বয় শীর্ষক এক আলোচনাসভা সিভিলসার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলার সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন। এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মহির উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ, মেডিক্যাল অফিসার ডাক্তার আশীষ কুমার,সিনিয়র স্বস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধুরী রাখেন।
এ সময় বিএমএ নওগাঁ জেলা কমিটির সভাপতি ডাক্তার মো: হাবিবুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।