আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে অন্তঃ ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত করনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ই ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুম মিলনায়তনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফা নুসরাত এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায় অফিসার আবু তাহেরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনিসুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত,
মহীলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত হোসেন,
ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, আওয়ামীলীগ নেতা শফিউল আলম ছবি, মুকুল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি বকুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তীর্থ শলীল রুদ্র, বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিম, পুঁজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ পুরোহিত গন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।