আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সানারুল ইসলাম নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রোববার ভোরে আলমডাঙ্গা রেল জগন্নাথপুর গেটে এ দুর্ঘটনা ঘটে। সানারুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামের আব্দুল আলিমের ছেলে ও হোটেল শ্রমিক।
আরো পড়ুন: অধিকৃত অঞ্চলে গণভোটের পর পূর্ণ নিরাপত্তা দেবে রাশিয়া
মারা গেলেন তরুণ নাট্য নির্মাতা শাখাওয়াত মানিক
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন আন্ত:নগর চিত্রা একপ্রেস ট্রেনটি রোববার ভোরে আলমডাঙ্গা রেল জগন্নাথপুর গেটে পৌঁছালে এক কিশোর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। সকালে বিষয়টি স্থানীয়রা দেখার পর রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মাসুদ রানা বলেন, মরদেহ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।