সোমবার (২০ জুন) দিনব্যাপী লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে ওয়াশ কার্যক্রমে অন্তর্ভুক্তিকরন বিষয়ক এক কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়
উক্ত সভায় সভাপতিত্ব করেন আরিফা ইয়াসমিন ময়ূরী, সভাপতি, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা, জামালপুর। সভা সঞ্চালনায় ছিলেন মোঃ জোবায়ের হোসেন, প্রজেক্ট অফিসার, সমতা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, জামালপুর।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজু আহমেদ, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, জামালপুর এবং রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম,
মানবাধিকার কর্মী ও নির্বাহী পরিচালক, সূর্য তোরণ সমাজ সংস্থা, জামালপুর। যিনি জামালপুর জেলায় লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে ও প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে কাজ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন রাবেয়া বসরী রায়না, প্রজেক্ট অফিসার, সমতা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ইসলামপুর। আজকের এই সভায় জামালপুর জেলার সদর ও ইসলামপুর উপজেলার লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ১৭ জন উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলেই সম্মতি প্রদান করেন সমতা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাথে ওয়াশ কার্যক্রমে তারা বিভিন্নভাবে সহযোগিতা, মতামত এবং বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।