বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের কামারগ্রামে অবস্থিত নারী শিক্ষা প্রতিষ্ঠান কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ’-এর বিরুদ্ধে উচ্চ মাধ্যমিকের ফরম ফিল আপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উন্নয়ন ফি, অনলাইন ফি এবং বিবিধ ফিসের নামে এসব অর্থ আদায় করা হচ্ছে।
সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষার্থীরা এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা মাধ্যমিক অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ফর্ম ফিল আপে বোর্ড কর্তৃক নির্ধারিত ফিস বাদে উন্নয়ন ফি, অনলাইন ফি এবং বিবিধ ফিসের নামে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ অতিরিক্ত ফিস আদায় করছে।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের অধিকাংশ দরিদ্র ছাত্রীর পক্ষে ওই অতিরিক্ত অর্থ দেয়া সম্ভব নয়। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের উচ্চ মাধ্যমিকের জনৈক পরীক্ষার্থী বলেন, কলেজ কর্তৃপক্ষ উচ্চ মাধ্যমিকের ফরম ফিল আপে উন্নয়ন ফিস বাবদ ২শ, অনলাইন ফিস বাবদ ২শ ৪০ এবং বিবিধ ফিস বাবদ ৩শ টাকা মোট ৭শ ৪০ টাকা অতিরিক্ত আদায় করছে। ওই ছাত্রী আরো জানান, উচ্চ মাধ্যমিকের ফরম ফিল আপে ছাত্রী প্রতি ৩ হাজার ৭০ টাকা আদায় করা হচ্ছে।
এ ব্যাপারে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ বলেন, অভিযোগ সত্য। কলেজ গভর্নিং কমিটি আমাকে লিখিতভাবে যে ক্ষমতা দিয়েছে, আমি সেভাবেই কাজ করছি। উন্নয়ন ফি বাবদ সরকার কর্তৃক তিন হাজার টাকা পর্যন্ত নেয়ার অনুমতি আছে। গভর্নিং বডি আমাদেরকে সাতশত টাকা নেয়ার অনুমোদন দিয়েছে।
অন্যান্য যাবতীয় ফি রশিদ মারফত নেয়া হয় এবং সমুদয় টাকা ব্যাংক হিসাবে জমা করা হয়। আমি বা আমার কোন স্ট্যাফ কোন টাকা অনৈতিকভাবে গ্রহণ করি না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগামীকাল ( বুধবার ) অভিযুক্তদের নোটিশ করা হবে এবং বৃহস্পতিবারে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় ছাত্রীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন সময় কলেজটির অধ্যক্ষের বিতর্কিত ভূমিকার কারণে প্রতিষ্ঠানটি সংবাদ শিরোনাম হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।