স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে প্রতিটি বাঙালির হৃদয় আনন্দে উচ্ছ্বাসিত। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সরকারি কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র্যালীর আয়োজন করা হয়।
র্যালিটি ফৌজদারি মোড় থেকে শুরু হয়ে দয়াময়ী মোড়ে এসে শেষ হয়।এতে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ,বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও সামাজিক সংগঠনসহ জেলা পুলিশ এবং জেলা পুলিশের সুসজ্জিত বাদক দল অংশগ্রহণ করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমির গীতিকার নজরুল ইসলাম মিলনায়তন থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন জামালপুর জেলার পুলিশ সুপার, নাছির উদ্দিন আহমেদ।পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক, জনাব শ্রাবস্তি রায়, জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, জনাব এডভোকেট বাকী বিল্লাহ,জেলা পরিষদের প্রশাসক,জনাব ফারুক আহমেদ চৌধুরী,জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।