মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণ-প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন-Biodiversity Conservation Foundation (BCF) এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার সকালে শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কে সংগঠনের অস্থায়ী কার্যালয় উক্ত পরিবেশবাদী সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি পরিবেশ ও বৃক্ষ সংরক্ষনে অসামান্য ভূমিকা রাখায় রাষ্ট্রীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ন্যাশনাল অ্যাওয়ার্ড সম্মাননায় ভূষিত সাংবাদিক হৃদয় দেবনাথ। সাংবাদিক ও পরিবেশকর্মী শহিদুল ইসলাম শ্যামলকে সাধারণ সম্পাদক, সোলেমান আহমেদ মানিককে সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক পদে রূপক দত্ত চৌধুরী,শাহীন মোল্লাকে দপ্তর সম্পাদক,এডভোকেট পংকজ সরকারকে আইনবিষয়ক সম্পাদক, মিতালি দাশকে মহিলা বিষয়ক সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেন সংগঠনের সভাপতি হৃদয় দেবনাথ ।

উক্ত কমিটিতে সম্মানিত সদস্য পদে সাম্প্রতিক দেশকাল প্রতিনিধি সুভাষ দাস তপন ও পরিবেশকর্মী ও সাংবাদিক ইমরান হোসেনকে সদস্য করা হয়েছে। উল্লেখ্য উক্ত সংগঠনটি ২০১৫ সালের ১লা নভেম্বর থেকে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় হৃদয় দেবনাথ কে আহবায়ক এবং শহিদুল ইসলাম শ্যামলকে যুগ্ম আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দিয়ে “জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের ব্যানারে প্রাণ-পৃকৃতি রক্ষায় যাত্রা শুরু করে।

সুদীর্ঘ সাত বছর ধরে প্রবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষায় বিভিন্ন সভা সেমিনার ,সচেতনতামূলক কার্যক্রম,হাওর অঞ্চলে পাখি শিকার রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, বৃক্ষ রোপন, ঝুঁকি নিয়ে চিহ্নিত চোরা শিকারিদের কাছ থেকে গত সাত বছরে বিপুল পরিমান বিপন্ন, অতিথি পাখিসহ বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করে বনবিভাগের কর্মকর্তাদের ও স্থানীয় সচেতন সমাজের উপস্থিতিতে প্রকৃতিতে অবমুক্ত করেন সংগঠনটি। এছাড়াও লাউয়াছড়াসহ বিভিন্ন বনাঞ্চল এলাকা থেকে প্রায়শঃই খাদ্যের সংকটে লোকালয়ে গিয়ে জনতার হাতে আটক হয়ে, তবে আমজনতার হাতে আটক হওয়া বেশিরভাগ পাখি বা বন্যপ্রাণী আহত হয়ে পড়ে। এসব আহত পাখি বা বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী যেমন দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর, টিয়া, ময়নাসহ বিপন্ন ডাহুক পাখি উদ্ধার করে সংগঠনের সকলের সহায়তায় সেবা দিয়ে সুস্থ করে প্রকৃতিতে ধারাবাহিকভাবে অবমুক্ত করা হচ্ছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হৃদয় দেবনাথ বলেন, আমরা ২০১৫ সালের শেষ দিকে ‘জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন’ নামে যাত্রা শুরু করেছিলাম তবে দীর্ঘ ৭ বছর পর সংগঠনের সকল সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে সংগঠনটি নতুন নামে অর্থাৎ Biodiversity Conservation Foundation
(BCF) নামে যাত্রা শুরু করলো । তবে আমরা শিক্ষার্থী ,শিক্ষক ,মসজিদের ইমাম জনপ্রধিনিধিসহ সকলকে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষার এ আন্দোলনে সংযুক্ত করে কাজ করতে চাই । তবে এখন থেকে একটু ভিন্ন আঙ্গিকে বৃহৎ পরিষরে প্রাণ-প্রকৃতি রক্ষায় সংগঠনের সকল সদস্যের সম্মতিক্রমে ব্যাপক কর্মপরিকল্পনা ইতোমধ্যে আমরা হাতে নিয়েছি বলেও জানান সংগঠনটির সভাপতি ।