মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্ব বৃহৎ ব্যবসায়ী সংগঠন ” ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ” এর বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ জুন বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় স্থানীয় মল্লিক রাইচ মিলের খলায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয়। সংগঠনের সভাপতি আলহাজ মোখলেছুর রহমান খাঁন এর সভাপতিত্বে উক্ত বার্ষিক সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরনী পাঠ করেন অত্র কমিটির সেক্রেটারি ফারুক আহমেদ।

উক্ত সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আর্দশ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, ওসি তদন্ত আবুল কাশেম, উপজেলা সমবায় অফিসার রুকুনুজ্জামান, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ শরিফ উদ্দিন সরকার, সহ-সভাপতি মো. কামাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ একেএম বেলায়েত হোসেন, বণিক সমিতির সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান, প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটার মাসুদ হাসান,

আর্দশ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম, ব্যবসায়ী ছমির আলী মল্লিক, কার্যকরি পরিষদের কোষাধ্যক্ষ জামাল শেখ, দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন মন্টু প্রমুখ। এসময় অত্র বোর্ডের যুগ্ন সম্পাদক মাসুদ মিয়া, সদস্য মো. কামরুল হাসান, মো. আব্দোল আজিজ খাঁন, মো. জাহিদুল হক মনির, মো. মন্জুরুল ইসলাম সহ সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যেদের মাঝে লটারীর মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।