খুলনার পাইকগাছায় আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা কমান্ড্যান্ট সেলিমুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ মিরাজুল ইসলাম খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন ও উপজেলা প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন।
বক্তারা আনসার ও ভিডিপির বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে আনসার ও ভিডিপির ২০০ জন সদস্য উপস্থিত ছিলেন। এদের মধ্যে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচ জন কমান্ডারকে বাই সাইকেল প্রদান করা হয়।