রাজিবুল ইসলাম রিয়াজ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত দুর্ঘাপূজা প্রস্তুতি সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে সভা শুরু হয়। এবার উপজেলায় ৫০টি মন্ডবে পূজা অনুষ্ঠিত হবে।
আরোও পড়ুন:
মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫ জুয়ারি গ্রেফতার
ডিজিটাল যুগে অতীতকে মনে করিয়ে দেওয়ার জন্য কুবিতে চিঠি চত্বরের উদ্ভোধন
প্রত্যেকটি মন্ডপে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত হওয়ার আশ্বাস রেখে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, উপজেলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, মধুপুর থানার তদন্ত ওসি মুরাদ হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার প্রমুখ। সভায় মধুপুর উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।