মো. জসিম উদ্দিন, খানসামায় (দিনাজপুর) প্রতিনিধিঃ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ সারাদেশে শারদীয় দূর্গাপূজার মহা উৎসব তখন খানসামা উপজেলার চিত্র একটু ভিন্ন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে দূর্গাপূজা। আর সেই দূর্গাপূজা বর্জন করছেন, খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়ার কুমারপাড়া সার্বজনীন পূজা মন্ডপের ভক্তবৃন্দ ও এলাাবাসী। শুধু তাই নয় তারা কালো পতাকা উত্তোলন করে শোক পালন করেছেন।
খানসামায় অপো রানী হত্যা কান্ডের ৬২ দিন অতিবাহিত হলেও কোন সুরহা হয়নি, এই হত্যাকান্ডের। বিচার না পাওয়ায় ব্যতিক্রম প্রতিবাদ করছেন এলাকাবাসী।
আজ সকাল ১১টায় মন্ডপের কালো পতাকা উত্তোলন করে মন্ডপের সামনে বসে শোক পালন করেন তারা। এ সময় অনন্ত কুমার রায় বলেন, অপো রানী হত্যা কান্ডের বিচার না পাওয়ায় আমরা এই শারদীয় দূর্গাপূজা বর্জন করে কালো পতাকা উত্তোলন করে শোক পালন করছি। যতদিন এই হত্যাকান্ডের ন্যায় বিচার পাবো না ততদিন আমরা এই মন্ডপে কোন ধর্মীয় উৎসব করব না। আমরা এই শোক শক্তি রুপে নিতে চাই।
নৃপেন্দ্র নাথ রায় বলেন, জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় হবে। এজন্য দেবী মা তার ভক্তদের কাছে বিভিন্ন নামে পরিচিত। সম্প্রতি সময়ে অপো রানী হত্যাকান্ডের ঘটনার প্রেক্ষাপটে এবারের শারদীয় দূর্গা পূজা বর্জনের ডাক দিয়েছি।
মণ্ডপের প্রবেশদ্বারে টাঙানো হয়েছে কালো পতাকা ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও’ শীর্ষক সহিংসতাবিরোধী স্লোগান সংকলিত ব্যানার। এমন প্রতিবাদী কর্মসূচির সঙ্গে সংহতি ও একাত্মতা জানিয়েছেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস। তিনি বলেন, আমি যতটুকু জেনেছি তারা তাদের মেয়েকে হারিয়ে ওরা আওয়ামী লীগে ও কাছে প্রশাসনের কাছে কোন বিচার না পেয়ে নির্বিকার নিরব প্রতিবাদ করছেন। ওরা ওদের পূজা বন্ধ করে কালো পতাকা উত্তোলন করে এটি আমরা অবগত হয়েছি এটাকে আমরা সর্বস্তরে একে সমর্থন করি। তারা তাদের মেয়ের হত্যাকাণ্ডের প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক।
এ ছাড়াও জানা যায়, ইপিজেড কর্মী অপো রানী রায় (২৩) কে ধর্ষণ করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১ম বার গত ২ আগস্ট (মঙ্গলবার) টংগুয়ার কুমারপাড়া গ্রামের রাস্তায় ও ২য় বারের মত গত ২২ আগস্ট (সোমবার) উপজেলা পরিষদ চত্তরের ডাকবাংলোর সামনে হাজারও মানুষের অংশগ্রহনে টংগুয়া কুমারপাড়া এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় ও সর্বশেষ গতকাল শুক্রবার উপজেলার ৫নং ভাবকী ইউনিয়ন পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে কাচিনীয়া বাজারের শহীদ মিনার চত্ত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।