মনপুরা প্রতিনিধি :  ভোলার মনপুরা উপন্যাস চন্দ্র দাস এর বাড়িতে একটি দেশি হাঁস অস্বাভাবিক কালো ডিম পেড়েছে। সেই কালো ডিম নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড উপন্যাস চন্দ্র দাসের স্ত্রী ববিতা রানী দাস এর পালিত একটি হাঁস এই অস্বাভাবিক কালো ডিম দেয়।
বুধবার সকালে এই চাঞ্চল্যের ঘটনা ঘটেছে।
ববিতা রানী দাস জানান, তার পালিত ৪টি দেশি হাঁসের মধ্যে ২ বছর বয়সের একটি হাঁস এই ডিম পাড়ে।গত কয়েক মাস আগে একটি কালো ডিম পারেন এই হাঁসটি। ডিমের রং একেবারে কালো দেখে প্রথমে ভয় পেয়ে যায়।সেই টিম টি কাহুকে কিছু না জানিয়ে ফেলে দিয়েছি।ফের আবার কালো ডিম পারলে বাজারে বিক্রয়ের জন্য পাঠিয়ে দিয়েছি।বাজারে নেওয়া পরে অন্যদের দেখালে মুহূর্তের মধ্যে কালো ডিমের সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়ে। দেশি হাঁসের কালো ডিম ও হাঁস দেখতে সে বাড়িতে মানুষ ভিড় জমায়।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ ভেটিরিনারি সার্জন ডা. মোঃ আবুবক্কর সিদ্দিক বলেন,পরিবেশগত কারণে হাঁস এই ডিম পেরে থাকেন। এর আগেও বাংলাদেশে অনেক অঞ্চলে হাঁসের কালো ডিম পাড়ার ঘটনা ঘটেছে। তাই চাঞ্চল্য হওয়ার কিছু নেই এটি পরিবেশগত হয়ে থাকে। একদিন পর আবার স্বাভাবিক সাদা ডিম পাড়তে থাকে।