মো সিয়ামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও পদ্মায় নৌকা ডুবির ঘটনায় নিহতের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১ লাখ ৪৭ হাজার ৫’শ টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেক প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও পাঁকা ইউপি চেয়ারম্যান আবদুল মালেকসহ অন্যরা।
উল্লেখ্য পাঁকা ইউনিয়নে পদ্মা নদীতে নৌকা ডুবে হারুন-অর-রশিদের স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়। এছাড়া সুমন আলীর বাবা ও মা একই ঘটনায় প্রাণ হারান। দুই পরিবারকে ৫০ হাজার করে ১ লাখ টাকা ও দুর্লভপুর ইউনিয়নের তর্তিপুরে পানিতে ডুবে রোকসানার মেয়ের মৃত্যুর ঘটনায় ২৫ হাজার টাকা এবং কানসাট ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিন পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে ২২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়।