তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন উপলক্ষে বোয়ালমারীতে আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত বুধবার বিকেল ৫টায় শোভাযাত্রাটি বোয়ালমারী ডাকবাংলোর সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেষ হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান ফাহিম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিদুলের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় ছাত্রলীগের উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রায় ৫ সহস্রাধিক বর্তমান ও প্রাক্তন নেতাকর্মীরা অংশ নেন।
অপরদিকে শেখ হাসিনার জন্মদিনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে থানা রোডের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার ও সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস প্রমুখ। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আক্তার তপনের পরিচালনায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শেখ হাসিনার জন্মদিনে কেক কাটেন নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।