দিনাজপুরের খানসামা উপজেলায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন কে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই (বুধবার) বিকেলে খানসামা উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দের আয়োজনে পাকেরহাট কেন্দ্রীয় শহীদমিনার চত্বরের উন্মুক্ত মঞ্চে এই সংবর্ধনা ও সাংস্কৃতি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে উপজেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক/বর্তমান নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো ও ক্রেস্ট প্রদান করে শেষে চাঁপাইনবাবগঞ্জের আদি গম্ভীরা অনুষ্ঠান হয়।
এতে খানসামা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেজাউল করিমের সভাপতিত্বে ও ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জননেতা সফিউল আযম চৌধুরী লায়ন।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক হাফিজুল হক সরকার হাফিজ, সাংগঠনিক সম্পাদক ননি গোপালসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অন্যান্য বর্তমান ও সাবেক নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।