তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজার সংলগ্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রটি গত ১ মাস ধরে বন্ধ করে রেখেছেন স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) নুরুল ইসলাম। স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকায় এলাকার শত শত গরীব অসহায় মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে। মানছে কোন সরকারী নিয়মনীতি।
এ দিকে অভিযোগ উঠেছে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নুরুল ইসলাম হাসপাতালে হাজিরা দিয়ে পৌরসভার শিবপুর এলাকায় তার মালিকানাধীন গরুর খামার দেখাশোনা করছেন।
জানা যায়, গত ১ মাস আগে কাদিরদী উপ- স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব থাকা সেকমো নুরুল ইসলাম ও স্বাস্থ্য কেন্দ্রের পাঁশে অবস্থিত কাদিরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাহাবুবুর রহমানের মধ্যে স্বাস্থ্যকেন্দ্র এবং স্কুলের জমি নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটিকে কেন্দ্র করে বোয়ালমারী থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন নুরুল ইসলাম। গত ৪ আগস্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক স্বাস্থ্য কেন্দ্র ও স্কুলের জমি মেপে পিলার গেড়ে দিলেও স্বাস্থ্য কেন্দ্রটি খুলছেন না নুরুল ইসলাম। ৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে স্বাস্থ্য কেন্দ্রে গিয়েও তালাবন্ধ দেখা যায়।
নুরুল ইসলাম বলেন, স্কুলের শিক্ষকদের সাথে কোন ফয়সালা না হওয়ায় স্বাস্থ্য কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। তার নিজস্ব গরুর খামার দেখাশোনার বিষয়টি তিনি মিথ্যা দাবী করেন। তিনি আরো বলেন, গত ১ মাস উপজেলায় হাজিরা দিয়ে উপজেলায় ডিউটি করছি।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রটি আপাতত বন্ধ রয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি আমিন দিয়ে জমি পুনরায় মাপপে। আশা করি, এর পর থেকে সমাধান মিলবে। এছাড়া প্রধান শিক্ষকের সাথে একটু বিবাদের কারণে মাস খানেক ধরে স্বাস্থ্য কেন্দ্রটি খোলা হচ্ছে না ও উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নুরুল ইসলাম সেখানে যাচ্ছেন না। তবে, তিনি বিকল্প স্থানে নিয়মিত অফিস করছেন।
স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব থাকা সেকমো নুরুল ইসলাম গত ১ মাস ধরে তার নিজস্ব গরুর খামার দেখাশোনা করছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তা আমার জানা নেই। তবে, তার গরুর খামার আছে বলে শুনেছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।