মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলায় সরকারী ভর্তুকি মূল্যে ১ লাখ ১০ হাজার ৪৫ জন মানুষের মাঝে ন্যায্য মূলে টিসিবি পন্য বিক্রয় উদ্বোধন করা হয়েছে।
আজ ২২ জুন বুধবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গনে এ টিসিবি পন্য বিক্রয় উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এসময় এডিসি (সাধারণ) মুক্তাদিরুল আহমেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম প্রমূখ উপস্থিত ছিলেন।
টিসিবি পন্যের মধ্যে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল এবং ১ কেজি চিনি মোট ৪০৫ টাকায় বিক্রি করা হয়। উদ্বোধনী ইউনিয়নে মোট ১ হাজার ৬৩৩ জনের মাঝে এসব পন্য বিক্রয় করা হয়।
এছাড়া সদর উপজেলায় মোট ৪৫ হাজার ৫৮৫ জনের মাঝে টিসিবি পন্য বিক্রয় করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।