রাজিবুল ইসলাম রিয়াজ, টাঙ্গাইল (উত্তর) জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র বাজার মাঠে জলছত্র স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ১১তম জলছত্র সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
৭ই অক্টোবর শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে ধনবাড়ি ফুটবল একাডেমি বনাম চরেরভীটা স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠিত খেলায় ২০ মিনিটের মাথায় ১ম গোল করে চরেরভীটা স্পোর্টিং ক্লাব, পরে খেলার দ্বিতীয় আর্ধে ধনবাড়ি ২-১ গোল করে বিজয়ী হয়েছে।
উদ্বোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, উপজেলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহিম, বেরিবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাজ উদ্দিন, মহিষমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব প্রমুখ।
উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন মহিলা রেফারি তাহমিনা আক্তার ও তার সহযোগি ২ জন মহিলা। খেলা শেষে সেরা গোল রক্ষক এবং সেরা খেলোয়াড়কে ম্যান অফ দা ম্যাচ পুরষ্কার তুলে দেন খেলা পরিচালনা কমিটির সভাপতি আঃ রহিম চেয়ারম্যান এবং কমিটির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন চেয়ারম্যান ও মি. তুষার রেমা ও খেলা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।