দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নারী উন্নয়ন ফোরামের বরাদ্দ থেকে সহ মোট ১১টি অসহায় ও বেকার দরিদ্রের মধ্যে এডিপির অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বপ্নপুরীর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম,

ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম ও উপজেলা মহিলা আওয়ামীগের সভাপতি মোঃ হোসনেয়ারা বেবি ও আওয়ামীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আমির হোসেন প্রমুখ। সেলাই মেশিন পেয়ে নবাবগঞ্জ উপজেলায় এই ১১টি নারী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে।

সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।