মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলায় পানিবন্দি ৫ শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) দিনব্যাপী উপজেলার ৪টি ইউনিয়নে পানিবন্দি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।
তবে পানিবন্দি পরিবারের সংখ্যা অনুযায়ী এই ত্রাণ খুবই অপ্রতুল। অন্যান্য পানিবন্দি পরিবারের মাঝে দ্রত ত্রাণ দেওয়া না হলে খাদ্য সংকটে পড়তে পারে ওইসব পরিবার।
মনপুরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানাজায়, এই উপজেলা পানিবন্দি পরিবারের মাঝে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের থেকে ৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এতে করে হাজিরহাট ইউনিয়নে – ২’শ পরিবার, মনপুরা ইউনিয়নে ১’শ পরিবার, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ২’শ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়েছে।
মনপুরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক জানান,মনপুরায় প্রায় সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি রয়েছে।

অগ্রগতি বৃত্তিতে প্রথম পর্যায়ে ৫ টন চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পানিবন্দি ক্ষতিগ্রস্ত সকল পরিবার কে ত্রাণ সহয়তা দেওয়া হবে।

ত্রাণ বিতরণের সময় উপন্থিত ছিলেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহরলাল চক্রবর্তী,মনপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টিটু ভূইয়া,দক্ষিণ সাকুচিয়া ইউপি সদস্য লিটন হায়দার, ট্যাগ অফিসার হারুন ও রশীদ, মনপুরা ইউনিয়ন পরিষদের সচিব ইয়াজ উদ্দিন সিরানসহ অনেকে।