তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বোয়ালমারী থানার আয়োজনে থানা চত্বরে উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি সম্পাদক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধার ডেপুডি কমান্ডার জোহুরুল হক, ওসি তদন্ত মো. আবু তাহের,
পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক রবিন লসকার, এ্যাডভোকেট কোরবান আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এসআই উত্তম কুমার সেন। উপজেলায় মোট ১২৫ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।