স্টাফ রিপোর্টার, কেশবপুরঃ কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসব উপলক্ষে এক মতবিনিময় ও প্রস্তুতি সভা শনিবার বিকেলে বালিয়াডাঙ্গা দেবালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকারের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন এস,আই লিখন কুমার সরকার সেকেন্ড অফিসার কেশবপুর থানা,সিনিয়র সহ-সভাপতি দুলাল চন্দ্র সাহা ও পংকজ দাস, সাধারণ সম্পাদক সুকুমার সাহা, যুগ্ম-সম্পাদক অরুন বিশ্বাস, প্রচার সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, সমাজকল্যাণ সম্পদক উদয় শংকর সিংহ, বিভিন্ন ইউনিয়ন পূজা উপদযাপন পরিষদের সভাপতি/সম্পাদকদের মধ্যে হরেন্দ্র নাথ মন্ডল, তরুণ কান্তি রায়, পরেশ মন্ডল, মাধব বর্মন, আশুতোষ হালদার, নন্দ দুলাল বসু, মানিক দত্ত, সুকান্ত বিশ্বাস বাবু, সুভাষ দেবনাথ, দিপংকর দাস প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক কর্মসূচী গ্রহণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।