মধুখালী (ফরিদপুর)প্রতিনিধি: ৭ নভেম্বর সোমবারঃ ফরিদপুরের মধুখালী সাব-রেজিস্টার শারমিন সুলতানা এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মধুখালী রেজিস্ট্রি অফিসের সকল কর্মচারী ও দলিল লেখকগণের আয়োজনে।
৭ নভেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা রেজিস্ট্রি অফিস প্রাঙ্গনে দলিল লেখক সমিতির সভাপতি মির্জা আবু জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান এর স ালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সাব রেজিস্টার শারমিন সুলতানা।
অন্যান্যের মধ্যে রাখেন কার্যকরী সভাপতি মধুখালী উপজেলার ভাইস চেয়ারম্যান দলিল লেখক মুরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপ- কমিটির সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন, প্রধান অফিস সহকারী রাতুল কুমার সরকার, দলিল লেখক আব্দুর রউফ মোল্লা, স্টাম ভেন্ডার সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বিশ্বাস, নকল নবীস পরেশ চন্দ্র বিশ্বাস,দলিল লেখক সহকারী বিল্লাল হোসেনসহ প্রমুখ।বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাব রেজিস্টার শারমিন সুলতানা একজন সৎ যোগ্য মেধাবী অফিসার তিনি বিগত এক বছরের উপরে এই কর্মস্থলে সুনামের সাথে কাজ করে আসছেন তিনি কোন অন্যায় বা অপরাধের সাথে আপোষ বা জড়ান নাই ।
শারমিন সুলতানা তার বিদায়ী বক্তব্যে বলেন মধুখালীর মানুষ তাকে কর্মক্ষেত্রে সব সময় সহযোগিতা করেছেন এবং ভালোবাসা পেয়েছি তাই মধুখালী বাসিকে কখনোই ভুলবো না। সকলের কাছে দোয়া কামনা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।