![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/06/ফরিদপুরে-এ্যাপোল-স্পেশালাইজ-হাসপাতালে-ফায়ার-সার্ভিসের-দুর্ঘটনা-প্রতিরোধ-মহড়া.jpg)
এ্যাপোল স্পেশালাইজ হাসপাতাল
এ্যাপোল স্পেশালাইজ হাসপাতাল
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে এ্যাপোল স্পেশালাইজ হাসপাতালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে অগ্নিনির্বাপন মহড়া। ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০:৩০ মিনিটে শহরের আলিপুরে এ্যাপোল স্পেশালাইজ হাসপাতালে অগ্নিনির্বাপক ও ভূমিকম্প বিষয়ক এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে জনগণের সচেতনতায় গ্যাস সিলিন্ডারের আগুন নিভানো ও বহুতল ভবনে আগুন লাগলে ভিক্টিমকে উদ্ধার ও জরুরি অবস্থা , এবং বাসা বাড়িতে আগুন লাগলে সেখান থেকে কিভাবে রোগীকে উদ্ধার করা যায় তা মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ, সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ, অ্যাপোলো হাসপাতালের পরিচালক শেখ মোহাম্মদ আলী ফিরোজ ইকবাল ইসলাম শেখ, ওবায়দুর রহমান। প্রশাসনিক কর্মকর্তা। এছাড়া সার্বিক সহযোগিতা করেন ফরিদপুরের রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।