মাবিয়া রহমান, মনিরামপুর প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ড ট্রাজেডিতে অগ্নিদগ্ধ ফায়ারম্যান গাউসুল আজম(২২) মৃত্যুবরণ করেছেন।রবিবার ভোর ৩টা ১৩ মিনিটে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আই সি ইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গাউসুল আজম যশোর মনিরামপুরের খাটুয়াডাঙ্গা গ্রামের আজগর আলীর ছেলে। তার ছয় মাসের একটি পুত্র সন্তান রয়েছে।
গত ৪ জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিপোতে আগুন নেভাতে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে তিনি অগ্নিদগ্ধ হন। তার শরীরের ৭০ ভাগ পুড়ে গেলে নেওয়া হয় ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে। সেখানে তাকে লাইফসাপোর্টে রাখা হয়।
ইনস্টিটিউট প্রধান সামন্ত লাল সেনের তত্ত্বাবধায়নে চলতে থাকে চিকিৎসা। অবশেষে ৭ দিন পর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান গাউসুল আজম।
হাসপাতালে সার্বক্ষণিক সঙ্গে থাকা গাউসুল আজমের ভগ্নিপতি মিজানুর রহমান জানান, অবস্থার অবনতির খবর পেয়ে তিনি আই সি ইউর ভেতরে যাওয়ার মিনিট খানেক পর তার শ্যালক(গাউসুল আজম) মারা যান।
এদিকে গাউছুল আজমের এমন অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। হাজার হাজার লোকজন জড়ো হয়েছে তার গ্রামের বাড়ি খাটুয়াডাঙ্গাতে। একটি বিশেষ সূত্রে জানা যায়, সোমবারে রাষ্ট্রীয় মর্যাদায় গাউছুল আজমের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।