তারক দেবনাথ, মনিরামপুর প্রতিনিধিঃ আজ মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির উদ্যােগে অনুষ্ঠিত স্বাস্থ্য সপ্তাহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একমাত্র আস্থাভাজন, মনিরামপুর মা, মাটি ও মানুষের শেষ ঠিকানা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব স্বপন ভট্টাচার্য এমপি.।
এসময় তিনি মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এর প্রতিটি ওয়ার্ড গিয়ে রোগীদের সহিত কথা বলে তাদেরকে প্রদেয় সেবার মান সম্পর্কে জানতে চেয়েছেন এবং ইতিবাচক তথ্য পেয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।এসময় তিনি বিলকিস খাতুন নামের একজন প্রসূতি মায়ের তিন দিন বয়সের সন্তানকে কোলে নিয়ে বলেন,”আমার কোলে ভবিষ্যতের বাংলাদেশ।
আশীর্বাদ করি তুমি অনেক বড় হও এবং বঙ্গবন্ধুর দেখা সোনার বাংলাদেশের রূপকার হও।” এছাড়াও মাননীয় প্রতিমন্ত্রী প্রসূতি মায়েদের উদ্দেশ্য করে বলেন,” শিশুরা চারাগাছের মতো।শিশুদের যেমন করে গড়ে তোলা হবে, তারা তেমন পরিবেশেই বড় হবে।তাই আমাদের সকলের উচিত শিশুদের জন্য একটি আদর্শ সামাজিকীকরণ প্রক্রিয়া নিশ্চিত করা।আপনারাই আগামী দিনের বাংলাদেশকে স্নেহ-ভালোবাসা দিয়ে বড় করে তুলবেন বলে আশাবাদী।
এসময় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ কবীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, মনিরামপুর ও জনাব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ,মনিরামপুর উপজেলা শাখা ও মেয়র,মনিরামপুর পৌরসভা।
মনিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস,তরুন আওয়ামীলীগ নেতা বশির খান,ভোজগাতী চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,পিএস কবির খান ছাড়াও মনিরামপুর উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হাসপাতালের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।