নড়াইলের লোহাগড়ার করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পক্ষ হতে দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বুধবার(৬জুলাই) সকাল ১১ টায় ৫৫ পদাতিক ডিভিশনের ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যাবস্হাপনায় ১ হাজার জন দুস্থ মানুষের মাঝে মাননীয় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদের পক্ষ হতে ঈদ-উল-আযহার শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
উপহার স্বরুপ প্যাকেটের মধ্যে ছিল পোলাও’র চাল, সাধারণ চাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল এবং তেল। উপহার পেয়ে খুশিতে নছুরন বেগম বলেন, বুড়ো মানুষ বাবা আমি। এই বয়সে খোজ নেয় কয়জনে?
সেনাপ্রধান আমাগে সন্তান কোন দিন এলাকায় থাহে নাই কিন্তু সে যে আমাগে সবার সাথে বিপদে আপদে পাশে থায়ে তাই আমরা অনেক খুশি।লোহাগড়া উপজেলার খান মিল্টন হোসেন বলেন, আমাগে নড়াইল লোহাগড়ায় অনেক অফিসার আগে থেকে ছিলো কিন্ত এভাবে কেউ খোজ খবর রাহে নাই।
কপাল জোরে এমন একজন সেনাপ্রধান পাইছি, আমরা আশা করি এলাকার উন্নতিতে আমাগে সাহায্য করবেন। আমাগে ঈদের আনন্দ বাইড়ে গেল সেনাপ্রধানের ঈদ উপহার পাইয়ে।
জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়ার সার্বিক তত্বাবধানে যশোর সেনানিবাসের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সেনাপ্রধানের ঈদ উপহার বিতরনে সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।