নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নে রবিবার (১৯ জুন, ২০২২খ্রি:) বিকাল ৫ টায় একটি নতুন এ্যামবুলেন্সের শুভ উদ্ধোধন করা হয়েছে।
উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নবাসীর দোরগোড়ায় সেবা পৌছানোর জন্য ২০২১-২২ অর্থ বছরের (এলজিএসপি-৩) এর অর্থায়নে ক্রয়কৃত নতুন এ্যামবুলেন্সটির শুভ উদ্ধোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, সহকারী কমিশনার (ভুমি) ইবনুল আবেদীন,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ত্রান শাখা ফেরদৌস আলম, টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক প্রমূখ।
উল্লেখ্য যে, কয়েকদিনের টানা ভারি বৃষ্টিতে ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রভাবিত হওয়ায় ফলে টেপাখড়িবাড়ী ইউনিয়নের তেলীর বাজার সংলগ্ন স্বেচ্ছাসেবী স্বপন বাঁধের কিছু অংশ ভেঙ্গে আশপাশের বসত বাড়িতে পানি প্রবেশ করে।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি বন্দি মানুষের মাঝে ত্রান সহায়তা হিসাবে ২০ কেজি করে মোট ১৫০ জনের মাঝে (জিআর) চাউলসহ বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।